Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখা

কক্‌সবাজার এর ২৭ শে ফাল্গুন, ১৩৯৯/ ১১ই মার্চ ১৯৯৩

নং-৩-১২/৯৩-১২৬ এলজি’ ডিকলারেশন এন্ড অল্টারেশন অব লিমিটস অব ইউনিয়ন রুলস ১৯৮৩ এর বিধি মোতাবেক২(৬) এর প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারিকৃত ৬-২-৯৩ ইং মোতাবেক ২৪-১০-৯৯ বাংলা তারিখের প্রজেই-৪/ইউ.পি২-৯০-৩৯৭ স্বারকে অর্পিত ক্ষমতাবলে তৎকালীন জেলা প্রশাসক জনাব, মো: এনামুল কবির কক্‌সবাজার জেলাধীন রামু উপজেলার বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন বিভক্তির মাধ্যমে রশিদ নগর ইউনিয়ন প্রতিষ্ঠা করেন।

 

রশিদ নগর ইউনিয়ন নামকরণে সংক্ষিপ্ত পটভূমি:

রামু উপজেলার তৎকালীন বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সমাজ সচেতন ও শিক্ষানুরাগী জনাব, মরহুম মাষ্টার নাদেরুজ্জামান এর পুত্র তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রম মন্ত্রী মৌলভী ফরিদ আহমদের সহোদর এবং সাবেক প্রয়াত সাড়া জাগানো সাংসদ এড. খালেকুজ্জামান ও সাবেক সাংসদ জনাব ইন্জিনিয়ার শহিদুজ্জামানের আপন চাচা এবং বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজ সেবিকা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মেসার্স বেঙ্গল এভিয়েশন সার্ভিসেস এর চেয়ারম্যান ফরিদ আহমদের সহধর্মীনী। অসংখ্য সেবামূলক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা পরিচালক জনাব, মরহুম রশিদ আহমদের নামে অত্র রশিদ নগর ইউনিয়নের নামকরণ করা হয়।