Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রশিদ নগর ইউনিয়ন

১১নং রশিদ নগর ইউনিয়ন পরিষদ

ডাকঘর: ধলিরছড়া, উপজেলা: রামু, জেলা: কক্‌সবাজার।

স্থাপিত: ১৯৯৩খ্রি:

 

রশিদ নগর ইউনিয়ন প্রতিষ্ঠা:

জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখা

কক্‌সবাজার এর ২৭ শে ফাল্গুন, ১৩৯৯/ ১১ই মার্চ ১৯৯৩

নং-৩-১২/৯৩-১২৬ এলজি’ ডিকলারেশন এন্ড অল্টারেশন অব লিমিটস অব ইউনিয়ন রুলস ১৯৮৩ এর বিধি মোতাবেক২(৬) এর প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারিকৃত ৬-২-৯৩ ইং মোতাবেক ২৪-১০-৯৯ বাংলা তারিখের প্রজেই-৪/ইউ.পি২-৯০-৩৯৭ স্বারকে অর্পিত ক্ষমতাবলে তৎকালীন জেলা প্রশাসক জনাব, মো: এনামুল কবির কক্‌সবাজার জেলাধীন রামু উপজেলার বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন বিভক্তির মাধ্যমে রশিদ নগর ইউনিয়ন প্রতিষ্ঠা করেন।

 

রশিদ নগর ইউনিয়ন নামকরণে সংক্ষিপ্ত পটভূমি:

রামু উপজেলার তৎকালীন বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সমাজ সচেতন ও শিক্ষানুরাগী জনাব, মরহুম মাষ্টার নাদেরুজ্জামান এর পুত্র তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রম মন্ত্রী মৌলভী ফরিদ আহমদের সহোদর এবং সাবেক প্রয়াত সাড়া জাগানো সাংসদ এড. খালেকুজ্জামান ও সাবেক সাংসদ জনাব ইন্জিনিয়ার শহিদুজ্জামানের আপন চাচা এবং বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজ সেবিকা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মেসার্স বেঙ্গল এভিয়েশন সার্ভিসেস এর চেয়ারম্যান ফরিদ আহমদের সহধর্মীনী। অসংখ্য সেবামূলক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা পরিচালক জনাব, মরহুম রশিদ আহমদের নামে অত্র রশিদ নগর ইউনিয়নের নামকরণ করা হয়।  


এক নজরে রশিদ নগর ইউনিয়ন পরিষদ

ক্রমিক নং

বিষয়ের নাম

বিশদ বিবরণ

 

ইউনিয়নের নাম

১১নং রশিদ নগর ইউনিয়ন

 

আয়তন

১৫.৭৩ বর্গ কি.মি.

 

সীমানা

উত্তরে ঈদগাহ ইউনিয়ন,

দক্ষিণে পূর্বে-জোয়ারিয়ানালা ইউনিয়ন, পূর্বে-জোয়ারিয়ানালা ব্যাংডেপা, পশ্চিমে- ভারুয়াখালী ইউনিয়ন।

 

মৌজা

১. ধলিরছড়া

২. জঙ্গল ধলিরছড়া

৩. উল্টা খালী

 

মোট জনসংখ্যা

১৯,০০০ (ঊনিশ হাজার) প্রায়

 

পুরুষ

৯৬৪৫ জন

 

মহিলা

৯৩৫৫ জন

 

মোট ভোটার সংখ্যা

৮৯৭৭ জন

 

পুরুষ ভোটার সংখ্যা

৪৪৩০ জন

 

মহিলা ভোটার সংখ্যা

৩৫৪৭ জন

 

ওয়ার্ড সংখ্যা

৯টি

 

পরিবার সংখ্যা

৩১০০টি

 

 

 

 

 

গ্রাম সংখ্যা= ১৭টি

১. সিকদারপাড়া ২. সন্দিপপাড়া ৩. কাহাতিয়াপাড়া ৪. বড় ধলিরছড়া ৫.উত্তর কাহাতিয়াপাড়া ৬. পাহাড়তলী ৭. কাদমরপাড়া ৮. হামিরপাড়া ৯. থলিয়াঘোনা ১০. নাছিরাপাড়া (উত্তর) ১১. নাছিরাপাড়া(দক্ষিণ)১২. পানিরছড়া ১৩. হরিতলা ১৪. পানিরছড়া মুরাপাড়া ১৫. ধলিরছড়া মুরাপাড়া ১৬. জেটিপাড়া ১৭. উল্টাখালী

 

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান

১. ফরিদা রশিদ স: প্রা: বি:

২. নাছিরাপাড়া স: প্রা: বি:

৩. উত্তর কাহাতিয়াপাড়া স: প্রা: বি:

৪. ধলিরছড়া স: প্রা: বি:

৫. হাজী মতিউর রহমান স: প্রা: বি:

৬. উল্টা খালী স: প্রা: বি:

৭. মাছুয়াখালী স: প্রা: বি:

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

১. আইডিয়াল কে.জি. স্কুল

২. কক্‌সবাজার ক্রীড়া ও কারিগরী কলেজ

৩. নিরিবিলি মেডিকেল কলেজ হাসপাতাল

 

 

উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান

নাই

 

মাধ্যমিক বেসরকারি প্রতিষ্ঠান

নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়

 

মসজিদ

৩২ টি (সকল ওয়ার্ড)

 

অন্যান্য সরকারি প্রতিষ্ঠান

১. কালিরছড়া বনবিট

২. ধলিরছড়া বনবিট

 

কমিউনিটি ক্লিনিক

১. উত্তর কাহাতিয়াপাড়া

২. পানিরছড়া লামারপাড়া

 

মাদ্রাসা (দাখিল)

নাই

 

মাদ্রাসা (এবতেদায়ী)

১. আজিজিয়া মাদ্রাসা

২. পানির ছড়া হাজেরা রহমানিয়া মাদ্রাসা

 

হাসপাতাল

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

 

ডাকঘর

ধলিরছড়া

 

বাজার

১.পানির ছড়া মামুন মিয়ার বাজার

২. নতুন বাজার

 

সেবামূলক প্রতিষ্ঠান

৮নং ওয়ার্ডে অবস্থিত লামা একতা মহিলা সমিতি কর্তৃক পরিচালিত (পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক)

 

ব্যবসা প্রতিষ্ঠান

১. ওয়াহিদ ব্রিক ফিল্ড

২. পানির ছড়া এগ্রো লিমিটেড এন্ড হ্যাচারী

 

দর্শনীয় স্থান

১. নিরিবিলি অরন্য

২. শহীদ মিনার

৩. লবণ উৎপাদন মাঠ

 

ঐতিহ্যবাহী

১৯১২ সালে স্থাপিত থলিয়াঘোনা জামে মসজিদ

 

হেফজখানা

৬টি (সকল ওয়ার্ড)

 

এতিমখানা

ফরিদা রশিদ এতিমখানা

 

কওমী মাদ্রাসা

আশরাফুল উলুম আলিয়া মাদ্রাসা

 

ফোরকানিয়া মাদ্রাসা

২৬ টি

 

পানজেগানা

৮ টি

 

গভীর নলকূপ

১৬০ টি

 

অগভীর নলকূপ

৪৫০ টি

 

আবাদী/ অনাবাদী জমির পরিমাণ

আবাদী জমি ৫৫০ হেক্টর, খাস জমি ৩০.৫৬ হেক্টর, জলাশয় অনাবাদী ৫০ হেক্টর, পুকুর ৮৯ টি।

 

সরকারি/বেসরকারি/সমিতি/সংগঠন

১. মামুন মিয়ার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি

২. সিকদারপাড়া সমবায় সমিতি

৩. দরিদ্র ও মেধাবী শিক্ষা সহায়ক পরিবার

৪. ধলিরছড়া মুরাপাড়া যুব কল্যাণ সমিতি

৫. এক্সটিম পাওয়ার ক্লাব উল্টাখালী

৬. বড় ধলিরছড়া সমবায় সমিতি

৭. বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:

৮. পানিরছড়া বটতলা বাজার সমবায় সমিতি

৯. আদর্শ গ্রাম কমিটি

১০. পাহাড়িকা আবাসন বহুমুখী সমবায় সমিতি

১১. সাইমুন সংসদ হামিরপাড়া

১২. মডার্ন স্পোটিং ক্লাব

১৩. মৈত্রী সংসদ হরিতলা

১৪. পানিরছড়া যুব কল্যাণ সমিতি

১৫. কাদমরপাড়া যুব কল্যাণ সমিতি

১৬. হিলফুলফুজুল সংগঠন কাদমরপাড়া

১৭. রেঁনেসা স্পোটিং ক্লাব (সিকদারপাড়া)

১৮. উদয়ন স্পোটিং ক্লাব (সিকদারপাড়া)

 

কর্মরত এন.জি.ও

১. ব্র্যাক ২. আশা ৩. কেয়ার ৪. অগ্রযাত্রা।

 

বেড়ি বাঁধ

১. উল্টাখালী, ২. সিকদারপাড়া ৩. ধলিরছড়া।

 

ভি.জি.ডি উপকারভোগী

১৩৬ জন।

 

ইউনিয়ন পরিষদ প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা

১. বয়স্ক ভাতা, ২. বিধবা ভাতা, ৩. প্রতিবন্ধী কল্যাণ ভাতা, ৪. মাতৃকালীন ভাতা প্রদান, ৫. অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি, ৬. ভি.জি.এফ. কর্মসূচি, ৭. গ্রামীণ অবকাঠামো উন্নয়ন/সংস্কার (রি আর এম পি) ৮. সনদসহ বিবিধ নাগরিক সুবিধাদি প্রদান।

 

বিদ্যুৎ সংযোগ

কক্‌সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

 

কাজী অফিস

১ টি

 

কওমী মাদ্রাসা

৫ টি

 

শিক্ষার হার

৪১ শতাংশ